সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি

হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির দুইটি গ্রুপ।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় শহরের সংগীতা সিনেমা হল মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও  লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, জেলা  জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।

অপরদিকে একই সময়ে শহরের পরিবহন কাউন্টার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপির আরেকটি গ্রুপ।

সেখানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা থানা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আতাউর  রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেযারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রমুখ।

এসব কর্মসূচিতে বক্তারা ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।

তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS