সিএমপির ১১ থানায় কার্যক্রম শুরু

সিএমপির ১১ থানায় কার্যক্রম শুরু

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে এসব থানায় কার্যক্রম শুরু হয়েছে।এছাড়াও মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তারা অফিস করছেন।

কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হচ্ছে- চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর।

এদিকে যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। আর যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে পুলিশের বসার মতো অবস্থা ছিল না। তাই সিএমপির ৫ থানায় এখনো কার্যক্রম শুরু হয়নি ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে বন্দরনগরী অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

সিএমপি কমিশনার মো.সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। সিএমপির ৫ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে পুলিশের বসার মতো অবস্থা ছিল না। তাই সিএমপির ৫ থানায় এখনো কার্যক্রম শুরু হয়নি।

তিনি বলেন, আমাদের ট্রাফিক পুলিশের কার্যক্রম এখনো শুরু হয়নি। পুলিশ সদর দপ্তর থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

একাধিক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে জানান, পুলিশে লেজুড়বৃত্তি চান না​। স্বাধীন পুলিশ কমিশন গঠন করার দাবি তাঁদের।  

সিএমপি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন,  আমার অধীনে চার থানা রয়েছে। চার থানার কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে।  

সিএমপি গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাদিরা খাতুন বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার থেকে অফিসে জয়েন্ট করেছি। আমাদের অভিযান বন্ধ রয়েছে।  

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, আগামীকাল শনিবার থেকে হালিশহর, ডবলমুরিং ও কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হবে। একইদিন ইপিজেড থানার কার্যক্রম সীমিত পরিসরে নিউমুরিং ফাঁড়িতে শুরু হবে। এছাড়াও পতেঙ্গা থানার কার্যক্রম শুরু করার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, আমাদের থানায় পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেশির ভাগই সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা ও জিডি হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS