ভারত ছেড়ে কোথায় যাবেন হাসিনা?

ভারত ছেড়ে কোথায় যাবেন হাসিনা?

দেশ ছাড়ার পর ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চূড়ান্ত গন্তব্য কোথায়, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

মঙ্গলবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানায়, শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ভারতের একটি বিমান ঘাঁটি থেকে ফের উড্ডয়ন করেছে। পরে এটি জানায়, এতে শেখ হাসিনা ছিলেন না বলে ধরে নেওয়া হচ্ছে।

ভারত ছাড়লে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? ভারত সরকার তার পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। এ কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।  

বেশ কয়েকটি নিউজ আউটলেট বলেছে, তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাচ্ছেন। তবে এটিও নিশ্চিত নয়। হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টির এমপি।  

বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, হেলিকপ্টারে দেশ ছাড়ার সময় বোন শেখ রেহানাকে সঙ্গে নেন হাসিনা। পদত্যাগ ও দেশত্যাগের জন্য ৪৫ মিনিটের বেশি সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী।  

ঢাকা ছেড়ে শেখ হাসিনা ত্রিপুরার আগরতলায় যান। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ তাকে নিয়ে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম।  

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS