হারে ক্যারিয়ার শেষ মারের

হারে ক্যারিয়ার শেষ মারের

ডাবলসে সোনা জয়ের আশায় ছেড়ে দিয়েছিলেন এককের লড়াই। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালেই থামতে হলো অ্যান্ডি মারেকে।আগেই জানিয়েছিলেন অলিম্পিক দিয়েই অবসরে যাবেন তিনি। কিন্তু বিদায়টা জয়ে রাঙাতে পারেননি এই ব্রিটিশ টেনিস তারকা।

কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও টমি পলের কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যান মারে ও ড্যান ইভানস জুটি।

হারের পর মারে বলেন, ‘আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন ও খেলাধুলায় যা অবদান রেখেছি তা নিয়ে গর্বিত। স্পষ্টতই এটি আবেগী মুহূর্ত ছিল কারণ শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি আমি। কিন্তু এখন সত্যিকার অর্থেই খুশি, যেভাবে শেষ হলো তাতেও খুশি। ‘

তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা মারে প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন ২০১২ ইউএস ওপেনে। এরপর ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন জেতেন তিনি। এছাড়া অলিম্পিকে একক লড়াইয়ে দুবার স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন এই ব্রিটিশ তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS