জিমেইলে আসছে ভেরিফায়েড নীল চেকমার্ক

জিমেইলে আসছে ভেরিফায়েড নীল চেকমার্ক

গুগল তাদের ব্যাবহারকারীদের পরিচয় মূল্যায়ন করার জন্য জিমেইলে বার্তা প্রেরকদের নামের পাশে নীল চেকমার্ক প্রদর্শন শুরু করতে যাচ্ছে।

গত বুধবার তারা এমন ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ। নতুন নীল চেকমার্ক জিমেইল এর ব্র্যান্ড ইন্ডিকেটর গ্রহণ করেছে এমন কোম্পানিগুলোর পাশে বার্তা সনাক্তকরণ বিআইএমআই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

বার্তা সনাক্তকরণ বিআইএমআই ফিচার ২০২১ সালে চালু করেছে গুগল। ইমেলে প্রেরকদের ব্র্যান্ড লোগো যাচাই করার জন্য মূলত এই ফিচার ব্যবহার করা হয়। এখন থেকে ব্যবহারকারীরা বিএমআই গ্রহণ করেছেন এমন প্রেরকদের জন্য একটি চেকমার্ক আইকন দেখতে পারবেন।

গুগল জানিয়েছে, এই চেকমার্ক ব্যবহারকারীদের বৈধ প্রেরক বনাম ছদ্মবেশী থেকে বার্তা শনাক্ত করতে সহায়তা করবে।

জিমেইল ৪ মে থেকে ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট উভয়টিতেই নীল চেকমার্ক রোল আউট করছে, তাই খুব শীঘ্রই সেগুলি দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS