সরকারের বিরুদ্ধে নয়, ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ হিসেবে গাজীপুর সিটিতে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। জাহাঙ্গীরের মা নয়, সবার মা হিসেবে গাজীপুরবাসী তার সাথে থাকবে বলে আত্মবিশ্বাস স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের।
তবে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান জানান, জনবিচ্ছিন্ন হয়ে সরকার ও ইসির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীর আলম, ৮ মের পর জাহাঙ্গীরের মা ভোটের মাঠে থাকবে কিনা সন্দেহ আজমত উল্লার।
গাজীপুরে ভোটের মাঠে মেয়র পদে লড়ায়ে আছেন ৯ জন প্রার্থী। নির্বাচনী মাঠে আলোচিত সমালোচিত নাম জাহাঙ্গীর ভার্সেস আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বাতিলের পর এবার নিজের মাকে ছায়া প্রার্থী হিসেবে লড়ায়ে রেখেছেন জাহাঙ্গীর আলম।
প্রায় ৭০ বয়স্ক জায়েদা খাতুন। রাজনীতিতে তেমন কোন হাতেখড়ি থাকলেও নেমেছেন নির্বাচনে। ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যড়যন্ত্রের প্রতিবাদে ভোটের লড়াইয়ে নেমেছেন বলে জানান তিনি। মা ছেলের এই লড়াই খুব কঠিন হবে বলেও মনে করেন না তিনি।
স্বতন্ত্র মেয়র পার্থী গাজীপুর সিটি নির্বাচন তবে নৌকার পার্থী আজমত উল্লা বলছেন, ভোটের মাঠে যেই থাকুক না কেন জনগণ উন্নয়নের পক্ষে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দিবেন। তবে জাহাঙ্গীর আলম ভোটের মাঠে শূন্য হয়ে গেছে, তাই মাকে সাথে নিয়ে পিছু হটার পথ খুঁজছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজমত উল্লা খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি মন্তব্য করে বলেন, আইন মেনে আমি প্রচারে আছি।