অন্য দলগুলোর তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যার প্রমাণ আরও একবার পেয়েছে বিসিবি। তবে টি-টোয়েন্টিতে ভালো করতে হলে বাংলাদেশকে কি করতে হবে, তা নিয়ে কথা বলেছেন বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু।
মঙ্গলবার (৯ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে।
‘সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরও কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে।’
ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে দল ভালো করবে বলে বিশ্বাস। তার মতে, ‘এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে।’
‘সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিৎ। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করবে আশা করি।’
প্রায় এক যুগ ধরে বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন নান্নু্। তবে বিশ্বকাপে তা অধীনে বড় কিছু অর্জন করতে পারেনি টাইগাররা। তবে টি-টোয়েন্টিকে এগিয়ে নিতে তার এই পরামর্শ বিসিবি কতটা আমলে নেয় সেটাই দেখার বিষয়।