২৪ ঘণ্টারও কম সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি : সালমান মুক্তাদির

২৪ ঘণ্টারও কম সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি : সালমান মুক্তাদির

গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। ব্যক্তিগত জীবনে একাধিক নারীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও অবশেষে বিয়ে করেন দিশা ইসলামকে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের তারিখ উল্লেখ করে খবরটি নিজেই জানান সালমান।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর প্রশংসা করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন সালমান। সেই সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছন তিনি। ওই স্ট্যাটাসেই বিয়ের সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টারও কম সময় নিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সালমান বলেন, আমার স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমাদের। অবশেষে বন্ধুত্ব থেকে একে অপরের প্রেমে পড়ে যাই আমরা। যদিও সিনেমার মতোই সবাই আমাদের বিপক্ষে ছিল। দীর্ঘ সাত মাস আমার স্ত্রী অনেক সংগ্রাম করেছে। রীতিমতো নরকের মধ্য দিয়ে গেছে সে। এমন অনেক সপ্তাহ ও মাস গেছে যেখানে সে আমাকে কোনো টেক্সট বা কলও করেনি। এমনকি মাসের পর মাস দেখাও পাইনি তার।

অভিনেতা আরও বলেন, অবশেষে সাত মাস পর আমাদের বিয়ের ঠিক আগে সে তার সেরা বন্ধুকে দিয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করল— সে যদি সবকিছু ছেড়ে বাচ্চাদের সঙ্গে নিয়ে আপনার দরজায় হাজির হয়। তাহলে তুমি কি তাকে মেনে নিতে পারবে? নাকি এটা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে?

জনপ্রিয় এই ইউটিউবার বলেন, সে সময় সত্যিই খুবই অবাক হয়েছিলাম। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টারও কম সময় লেগেছিল আমার। আমাকে তখন স্বীকার করতেই হয়েছিল, এখনকার দিনে তার মতো এতো শক্তিশালী ভালোবাসা নেই। আমি কখনই এমন কাউকে পাব না যে সালমান মুক্তাদিরের মতো লোকের জন্য সবকিছু ছেড়ে দেবে।

সালমান বলেন, তিনি আমাকে মানুষ হিসাবে সম্মান করেন। তার সবকিছু দিয়ে আমাকে ভালোবাসেন। সে আমার জন্য যে সব ত্যাগ স্বীকার করতে রাজি ছিল। তার মতো এতো শিক্ষিত, এত স্মার্ট এত জ্ঞানী আর শক্তিশালী একজন নারী আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তিনি এমন একজন রানি যে, আমার জন্য তার রাজ্য ছেড়েছে। আল্লাহ আমাদের ওপর তার রহমত বর্ষণ করুন। সেই সঙ্গে সমস্ত নেতিবাচকতা এবং বিষাক্ততা থেকে দূরে রাখুন আমাদের। আমরা ভীষণ খুশি আলহামদুলিল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS