রোনালদোর পেনাল্টি মিসের পর টাইব্রেকারে জিতে শেষ আটে পর্তুগাল

রোনালদোর পেনাল্টি মিসের পর টাইব্রেকারে জিতে শেষ আটে পর্তুগাল

অসংখ্য সুযোগ নষ্ট করে নির্ধারিত ৯০ মিনিট পার করে পর্তুগাল। এরপর অতিরিক্ত সময়ের প্রথম ভাগে পেনাল্টি উপহার পেয়েছিল তারা।কিন্তু সবেধন নীলমণি ওই পেনাল্টিটি মিস করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি স্বপ্নভঙ্গের শঙ্কায় কাঁদতেও দেখা যায় পর্তুগিজ উইঙ্গারকে। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক দিয়েগো কস্তার অসাধারণ নৈপুণ্যে শঙ্কা দূর হয় সাবেক চ্যাম্পিয়নদের।

ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগিজরা।  

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে রোনালদোর পেনাল্টি মিস ছাড়া তেমন কোনো আক্রমণ দেখা যায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। বিপরীতে প্রথম তিন শট কাজে লাগাতে সক্ষম হন রোনালদো। ফলে শেষ দুইটি করে শট নেওয়ার প্রয়োজন হয়নি।  

খেলার শুরু থেকেই এলোমেলো আক্রমণ শানায় পর্তুগাল। প্রথম ১৫ মিনিটেই দুবার সতীর্থের ক্রস ছয় গজ বক্সে পেয়েও মাথা ছোঁয়াতে পারেননি রোনালদো। ৩২তম মিনিটে রাফায়েল লেয়াও বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক নেন রোনালদো, এবার বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। বিরতির আগে লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য অল-আউট আক্রমণে যায় পর্তুগাল। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এর মধ্যে নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। এবার দিয়েগো জটার থ্রু পাস বক্সে পেয়েও গোলরক্ষক ওবলাকের বরাবর শট নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অতিরিক্ত সময়ে জটা বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে স্পট কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।  

পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে সবার আগে শট নিতে আসেন রোনালদো নিজেই। এবার আর মিস করেননি তিনি। পাশাপাশি জালে বল পাঠাতে সক্ষম হন তার দুই সতীর্থ বার্নান্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেস। বিপরীতে কস্তাকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন স্লোভেনিয়ার তিন খেলোয়াড়। তিনটি অসাধারণ সেভ করেছেন পোর্তোর গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দিয়েছেন তিনি। দারুণ নৈপুণ্যে  দলকে তুলেছেন শেষ আটে।

পরের রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। আগের ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফরাসিরা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS