সুপার এইটের ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও অ্যান্টিগার স্থানীয় সময়ে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।আর তখনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, অ্যান্টিগায় সকাল ১০টায় বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৪৩ শতাংশ। ১১টায় ৪৭ শতাংশ। ১২টায় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রপাত হতে পারে।
সুপার এইটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে। যদিও বাংলাদেশের তুলনায় সুপার এইটে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে তারা।
আজকের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে দুদলই এক পয়েন্ট করে পাবে। কেননা সুপার এইটের লড়াইয়ে রিজার্ভ ডে রাখেনি আইসিসি।