কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার শিরোপা জেতার পর থেকেই আলাপের শুরু। আইপিএলের সাফল্যের পর তাকে নিজেদের ডাগ আউটে আনতে চাইছিল ভারত।এর মধ্যেই বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, তিনি আর কোচ হিসেবে থাকবেন না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।
কোচ হওয়ার দৌড়ে এরপর থেকেই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে গম্ভীরের নাম। সাবেক এই তারকা ক্রিকেটার এবার হেড কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম।
ক্রিকবাজ জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে গম্ভীর একা নন। তিন সদস্যের কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নারী দলের সাবেক কোচ ওয়ারিকা ভ্যানকাট নাইকসহ আরও কয়েকজন। তবে কতজন সাক্ষাৎকার দিয়েছেন, এ তথ্য নিশ্চিত করতে পারেনি তারা।
জানা গেছে, সাক্ষাৎকার হয়েছে অনলাইনে। দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন গম্ভীরই। কিছুদিন আগে জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ জানিয়েছিলেন গম্ভীর নিজেও। এর চেয়ে বেশি সম্মানের আর কিছু নেই বলেও মনে করেন তিনি।
গম্ভীর হেড কোচ হওয়ার আগেই জন্টি রোডসকে তার কোচিং স্টাফে চেয়েছেন বলে ক্রিকবাজ জানিয়েছে। ফিল্ডিং কোচ হিসেবে তাকে চান ভারতীয় তারকা। এ খবর আগেই ছড়িয়েছে, কোচ হলে নিজের পছন্দ মতো কোচিং স্টাফ চাইবেন গম্ভীর। যদিও এখনও রোডসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি।