আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিটি নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সিটি নির্বাচনের পরিবেশ দেখেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ।
সব ধরনের স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার আগেই সিদ্ধান্ত ছিলো জাতীয় পার্টির। এরই অংশ হিসেবে তফসিল ঘোষিত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। দলের বনানী কার্যালয়ে এক বৈঠকে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ঘোষণা করলেন প্রার্থীদের নাম।
গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে এম এম নিয়াজউদ্দিনকে, খুলনায় শফিকুল ইসলাম মধু, বরিশালে ইকবাল হোসেন তাপস, রাজশাহীতে সাইফুল ইসলাম স্বপন আর সিলেটে লাঙলের কান্ডারী হলেন নজরুল ইসলাম বাবুল।
এসব নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবি জানান জিএম কাদের। সিটি নির্বাচনে অনিয়ম হলে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চায় জাতীয় পার্টি।