ইন্দোনেশিয়ায় একটি দ্বীপে ফেরি উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির সুমাত্রা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ফেরিটি সুমাত্রা দ্বীপ থেকে প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। পথে কিছুর সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। ফেরিতে ৭৪ জন যাত্রী ছিলেন। নিহত ১১ জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিখোঁজ ৯ জনের সন্ধানে তল্লাশি চলছে।
এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দেশটির কর্মকর্তারা। প্রাথমিকভাবে তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। সূত্র : এপি, রয়টার্স