চোরাই ফোনের আইএমইআই পাল্টে বিক্রি, আটক ৪

চোরাই ফোনের আইএমইআই পাল্টে বিক্রি, আটক ৪

চোরাই ফোনের আইএমইআই নাম্বার পাল্টে বিক্রি চক্রের চার সদস্যকে আটক করেছে অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- রাশেদুল ইসলাম (৪৫), রাতুল (২৩), ইব্রাহিম (২৫) ও সাগর (৪০)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটকদের চক্রে অর্ধশতাধিক সদস্য রয়েছে, যারা ছিনতাই, চুরির সঙ্গে জড়িত। তারা কারও ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনিয়ে নিয়ে আটকদের কাছে হস্তান্তর করতো।

পরে আটকরা চোরাই সেসব মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা চোরাই মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS