আইসিসির প্যানেলে বাংলাদেশের চার নারী আম্পায়ার

আইসিসির প্যানেলে বাংলাদেশের চার নারী আম্পায়ার

বাংলাদেশের আম্পায়ারিংয়ে বাজছে দিনবদলের সুর। ঘরোয়া ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে দেখা মিলছে গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, শরফদৌল্লা ইবনে শহীদ সৈকতদের।এবার তালিকায় যুক্ত হচ্ছেন চার নারী আম্পায়ার।  

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

প্রথমবারের মতো আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা করে নেওয়া বাংলাদেশের চার নারী আম্পায়ার হলেন- সাথিরা জাকির জেসি, মোছা.  রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা।  

এই চারজনের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হচ্ছেন সুপ্রিয়া রানি দাস।

নতুন যাত্রা নিয়ে সামাজিক মাধ্যমে সাথিরা জাকির লিখেছেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি। কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS