শপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা

শপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা

মন্ত্রিসভা গঠন করেছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে গতকাল(১১ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ১৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।তাদের মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রিসভা নিয়ে প্রেসিডেন্ট জারদারিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো একটি নোটের সূত্র ধরে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়  মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ১২ জন জাতীয় পরিষদের সদস্য, ৩ জন সিনেটর। আর টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় থাকছেন মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নাকভি ও আহাদ চিমা।

শাহবাজ শরিফ সরকারে একমাত্র নারী সদস্য শাহজা ফাতিমা খাজা। তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে। খবর ডন

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন মন্ত্রিসভায় খাজা মুহাম্মদ আসিফকে প্রতিরক্ষা, প্রতিরক্ষা উৎপাদন ও এভিয়েশন, মোহাম্মদ ইসহাক দারকে পররাষ্ট্র, মুহাম্মদ আওরঙ্গজেবকে অর্থ ও রাজস্ব, মহসিন নাকভিকে স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS