স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন জয়সুরিয়া

স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন জয়সুরিয়া

টেস্ট ইতিহাসে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া।

গল-এ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭ উইকেট নেন জয়সুরিয়া। এতে ক্যারিয়ারের সপ্তম টেস্টেই ৫০ উইকেট পূর্ণ হয় বাঁ-হাতি স্পিনার জয়সুরিয়ার। এর মাধ্যমে ভেঙ্গে যায় ৭২ বছরের পুরনো রেকর্ড।

১৯৫১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের অষ্টম টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ভ্যালেন্টাইনের রেকর্ড ভাঙ্গলেন জয়সুরিয়া। সাত ম্যাচে দ্রুত ৫০ উইকেট নেয়ার তালিকায় আরো আছেন ইংল্যান্ডের টম রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। কিন্তু দু’জনই পেসার।

টেস্ট বোলারদের মধ্যে পেস-স্পিন মিলিয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নারের। ১৮৮৮ সালে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেন টার্নার।
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS