আলিসের জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে জাকের

আলিসের জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ আলিসের চোটের কারণে তাকে নেওয়া হয়েছে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন রহস্য স্পিনার আলিস। ৮ ম্যাচ খেলে ৯ উইকেট নেন তিনি। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন আলিস।  

তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘এমআরআই করিয়ে মধ্যমা আঙুল মচকানো ও ফোলানো পাওয়া গেছে। তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আলিসের খেলা হচ্ছে না। ’

তার জায়গায় সুযোগ পাওয়া জাকের আলি অনিকও কুমিল্লার হয়ে খেলেছিলেন।  ১৪১ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছেন তিনি। তাকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, ‘আলিস ছাড়াও স্কোয়াডে আরও তিনজন স্পিনার রিশাদ (হোসেন), তাইজুল (ইসলাম) ও শেখ মেহেদী (হাসান) আছে। আমরা মনে করেছি আরও একজন স্পিনার নেওয়ার চেয়ে জাকেরের মতো কাউকে নিলে দলের ভারসাম্য বাড়বে। মিডল অথবা লোয়ার অর্ডারে ফিনিশারের ভূমিকা রাখতে পারবে সে। ’
 
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS