ক্যাথলিক নারীদের ভোট প্রদানের ক্ষমতা দিলেন পোপ

ক্যাথলিক নারীদের ভোট প্রদানের ক্ষমতা দিলেন পোপ

প্রথমবারের মতো বিশপদের একটি সভায় ভোট দিতে যাচ্ছেন ক্যাথলিক নারীরা। নারীদের ভোট প্রদানের বিষয়টির অনুমোদন দিয়েছেন ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিসের নারীদের প্রথমবারের মতো বিশপদের একটি সভায় ভোট প্রদানের জন্য পদক্ষেপ গ্রহণের বিষয়টি রোমান ক্যাথলিক চার্চের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রথমবারের মতো মহিলারা চার্চের সবধরনের সভায় উপস্থিত থাকবেন এবং চার্চের ভবিষ্যত ও উন্নয়ন নিয়ে পোপকে সুপারিশ করতে পারবেন।

এর আগে ডিভোর্সের মত বিষয় নিয়ে আলোচনার জন্য ভ্যাটিকানে সিনড অফ বিশপ নামে একটি উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২১ সালে পোপ ফ্রান্সিস আইন সংশোধন করে নারীদের গণ-বেদিতে বাইবেল পাঠ করার অনুমতি দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS