খুলনার বাজারে উঠেছে তরমুজ

খুলনার বাজারে উঠেছে তরমুজ

ফাল্গুনের শুরুতেই খুলনার বাজারে উঠছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এ বছর আগেই বাজারে তরমুজ এসেছে।তবে দাম চড়া বলে অভিযোগ করছেন ক্রেতারা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের প্রধান ফলের পাইকারি বাজার কদমতলায় ঘুরে দেখা যায় এ মৌসুমে তরমুজের প্রথম চালান এনেছে রায়হান বাণিজ্য ভাণ্ডার।  

পটুয়াখালীর কুয়াকাটার বিভিন্ন এলাকার আগাম তরমুজ আনা হয়েছে এখানে।  

খুলনার কদমতলা আড়তে তরমুজ এখন যে দাম বিক্রি হচ্ছে, বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে তার প্রায় দ্বিগুণ দামে।

তরমুজ কিনতে আসা মো. সাদি বলেন, তরমুজের দাম অনেক বেশি। ৮০ টাকা কেজি আর পিস হিসেবে ৩০০ টাকা দাম চাচ্ছেন বিক্রেতারা।

রায়হান বাণিজ্য ভাণ্ডারের মালিক মো. দেলোয়ার হোসেন খান বাংলানিউজকে বলেন, পটুয়াখালীর কুয়াকাটা থেকে আগাম জাতের তরমুজ আমিই এ মৌসুমে প্রথম বাজারে এনেছি। মূলত আমরা কেজিতে নয় শ’ হিসাবে তরমুজ বিক্রি করি। বড় আকারের প্রতিটি তরমুজ বিক্রি করছি ২৫০ টাকা। মাঝারি সাইজের তরমুজ ১৮০ আর ছোট সাইজেরগুলো ১৩০ টাকায়। পাইকাররা তরমুজ কিনে নিয়ে কেউ কেজি মূল্যে বিক্রি করবেন। আবার কেউ পিস হিসাবে বিক্রি করবেন।  

তরমুজের দাম এখন বেশি না। সামনে গরম বাড়লে ও রমজানে আরও বাড়বে বলে জানান তিনি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS