১৭৩৯ দিন পর ওয়ানডের শীর্ষস্থান হারালেন সাকিব

১৭৩৯ দিন পর ওয়ানডের শীর্ষস্থান হারালেন সাকিব

প্রায় ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে দুইয়ে আছেন সাকিব। তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।  

২০১৯ সালের ৭ মে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে শীর্ষে বসেছিলেন সাকিব। এরপর দিনের হিসাবে ১৭৩৯ দিন (বছরের হিসাবে প্রায় পাঁচ বছর) সেই অবস্থান ধরে রাখেন তিনি।  

ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সময় ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেননি তিনি। ফলে তার নামের পাশে কোনো রেটিং পয়েন্ট যোগ হয়নি।  

সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩১০। বিপরীতে নবির রেটিং পয়েন্ট ৩১৪। গত ৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। বল হাতে নেন ১ উইকেট। আর তাতেই র‍্যাংকিংয়ে সাকিবের চেয়ে এগিয়ে যান নবি।  

শীর্ষে উঠে একটি রেকর্ডও গড়েছেন নবি। সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর ১ মাস) অলরাউন্ডার হিসেবে প্রথম স্থান দখল করেছেন তিনি। এর আগে ২০১৫ সালের জুনে ৩৮ বছর ৮ মাস বয়সে শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশান শীর্ষে উঠেছিলেন 

তবে টি-টোয়েন্টিতে এখনও শীর্ষেই আছেন সাকিব। আর টেস্টে আছেন তিন নম্বরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS