শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সাকিব, থাকছেন না প্রথম দুই ওয়ানডেতেও

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সাকিব, থাকছেন না প্রথম দুই ওয়ানডেতেও

জল্পনা-কল্পনা চলছিল আগে থেকেই। যদিও সাকিব আল হাসান স্বীকার করেননি।তবে শেষ অবধি তাকে ছাড়াই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করায় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনাহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।

টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ হিসেবে আছেন আলিস আল ইসলাম। রহস্য স্পিনার হিসেবে বিপিএলে বেশ ভালোই করছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন হাসান মাহমুদ, রনি তালুকদার, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি।

ওয়ানডে দলের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও আফিফ হোসেন। আগামী ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।     

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড প্রথম দুই ম্যাচ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS