সাকিব না থাকায় ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ

সাকিব না থাকায় ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বেশ কিছু চমকই দেখা গেছে।টি-টোয়েন্টি ও ওয়ানডে (দুই ম্যাচ) ফরম্যাটের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছেন নেতৃত্বে।  

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ফরম্যাটের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। তবে অনেকদিন পর জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৭ মাস আগে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলেন তিনি। এরপর ব্রাত্যই হয়ে পড়েন টি-টোয়েন্টি দলে। তবে এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ কিছু ঝলক দেখিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

৮ ম্যাচ খেলে করেছেন ১৮৪ রান। তাকে দলে ডাকা প্রসঙ্গে সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে করে সাত নম্বরে ব্যাটিং করার জন্য। যেহেতু সাকিব নেই, সেহেতু তাকে পরখ করা। ’

এছাড়া নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। এবারের বিপিএলে ভালো পারফর্ম করেছেন তিনি। ৬ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। এর মধ্যে একটি ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন আলিস। তাকে নেওয়ার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিপিএলে ভালো বোলিং করতেছে। ওরে একটু ম্যানেজমেন্ট চাচ্ছে। বিশ্বকাপ আছে যখন দেখা যাক। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS