বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস মন্ত্রীর

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস মন্ত্রীর

আড়াই বছরের বেশি সময় ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। আজ সেই সংস্কার কাজ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।স্টেডিয়াম পরিদর্শনের পর শুনলেন সমস্যার কথা। জানালেন দ্রতই যতটা সম্ভব সমস্যা সমাধান করে স্টেডিয়ামের কাজ শেষ হবে।

প্রায় এক ঘন্টা পরিদর্শন শেষে পাপন নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন মিডিয়ার সামনে। নতুন ক্রীড়া মন্ত্রীবলেন, ‘এখানে এসে দেখলাম মূলত দু’টি সমস্যা। একটি স্প্রিংলার (মাঠে পানি দেওয়ার মাধ্যম) আরেকটি মিডিয়া বক্স। সমস্যা টা বুঝলাম। সমস্যা আছে অস্বীকার করার পথ নেই। সমাধানের পথ আছে কি না দেখব, সম্ভব হলে অবশ্যই করব। তবে খুব একটা অসম্ভব বলে মনে হয় না। ’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শতকোটি টাকার সংস্কার কাজ শুরু হয়েছে ২০২১ সালের আগস্টের পর। সমস্যা সংক্রান্ত বিষয়ে নতুন মন্ত্রী কোনও মন্তব্য করতে চাইলেন না, ‘কারও সঙ্গে কথা না বলে মন্তব্য করা ঠিক হবে না। কারণ কথা বলতে গেলে এনএসসি না হয় কনসালটেন্ট কিংবা ফেডারেশন কারও ওপরে পড়বে। তাই ডকুমেন্ট না দেখে মন্তব্য করা যাবে না। যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। ’

বাফুফের দাবি স্প্রিংলার বদলে পপ-আপ সিস্টেমে পানি দেয়ার। এতে কোটি টাকা নতুন করে ব্যয় হবে। তবে যেটাই হোক নতুন মন্ত্রী আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আর বিলম্ব করতে চাই না, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। এর মধ্যে যতটুকু সমাধান করা যায় করা হবে, না হলে নেই। কারণ, এটা স্টেডিয়ামের সংস্কার তাই অনেক কিছুই করা হয়তো সম্ভব না। ’

আগামী দিনে যাতে সমস্যা না হয়, দিয়েছেন সেই টোটকাও, ‘আগামী দিনে কোনো স্থাপনা সংস্কার বা নতুন কিছু করলে সংশ্লিষ্ট ফেডারেশনের সঙ্গে বসে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় সবাই সই করতে হবে। একবার অনুমোদন হয়ে গেলে এ নিয়ে আর কোনো কথা বলার উপায় থাকবে না। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS