বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

ব্যাট হাতে কাটিয়েছেন দুর্দান্ত সময়, গড়েছেন একের পর এক রেকর্ড। সেই সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি।যেখানে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মোহাম্মদ শামি, শুভমান গিল ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।

বিশ্বকাপের বছরে ২৭ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৮ ফিফটিসহ ৭২.৪৭ গড়ে ১ হাজার ৩৭৭ রান করেছেন কোহলি। এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে সর্বোচ্চ চারবার ওয়ানডের বর্ষসেরা হওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটার। এর আগে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালে বর্ষসেরা হন তিনি।  

২০২৩-এ মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন কোহলি। ঘরের মাঠে বিশ্বকাপে দেন অবিশ্বাস্য পারফরম্যান্স। ১১ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিসহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ রান করা শচীন টেন্ডুলকারের (৬৭৩ রান) রেকর্ড। এছাড়া সে বছরই টেন্ডুলকারের আরও এক রেকর্ড ভাঙেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়েন ডানহাতি এই ব্যাটার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS