সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন হলো বেশ কয়েকটি। ব্যাটিং করবেন কি না, করলেও কবে, চোখেরই বা কী অবস্থা- রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান মুখে হাসি রেখেই বললেন, ‘চেষ্টা করবো সাকিব ভাইকে পরের সংবাদ সম্মেলনে নিয়ে আসতে।’ অধিনায়কের মুখে চওড়া হাসি থাকুক অথবা বিরক্তি- সাকিব আলোচনায় থাকবেন এটিই এখন স্বাভাবিক।
বিস্তারিত পড়ুন