অনৈতিক প্রস্তাব না মানায় স্কুলছাত্রীকে হত্যা করেন হোটেলকর্মী মিলন

অনৈতিক প্রস্তাব না মানায় স্কুলছাত্রীকে হত্যা করেন হোটেলকর্মী মিলন

অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধের বশবর্তী হয়ে বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে (১৭) হত্যা করেছে হোটেল কর্মচারী মিলন মল্লিক। প্রথমে নাইলনের রশি পেঁচিয়ে হত্যাচেষ্টা চালানোর পরও ব্যর্থ হলে পরে বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে মিলন।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে র‍্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন দুপুর ১টা ৩৬ মিনিটে মিলন মল্লিক ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং ১টা ৪১ মিনিটে ভিকটিমের বড় বোন শোভা আক্তারের সঙ্গে বাসা থেকে বের হন। পরে ভিকটিমের বোন জিমে চলে গেলে বিকেল ২টা ২৫ মিনিটে মিলন পুনরায় একা বাসায় প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট অবস্থান শেষে ২টা ৪৫ মিনিটে বের হয়ে যান।

প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ঘটনার পর মিলন বাগেরহাটে পালিয়ে গেছেন। পরে র‍্যাব-৩ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বাগেরহাট সদর থানার সিংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার আগের রাতেও খাবার দিতে গিয়ে একই প্রস্তাব দিলে লিলি তাকে বকাঝকা করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

র‍্যাব জানায়, ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী নাইলনের দড়ি নিয়ে মিলন ভিকটিমের বাসায় যান। একপর্যায়ে অনৈতিক প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করলে তিনি দড়ি দিয়ে গলা চেপে ধরেন। লিলি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হওয়ার আশঙ্কায় রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করেন। এরপর বাসার আসবাবপত্র তল্লাশি করে কিছু নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারের সময় মিলনের কাছ থেকে ঘটনাকালে পরিহিত কালো প্যান্ট ও নীল গেঞ্জি উদ্ধার করা হয়।এ ছাড়া ঘটনাস্থল থেকে ব্যবহৃত অস্ত্র ও নাইলনের দড়ি উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

গত ১০ জানুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় ফাতেমা আক্তার লিলি নামে ওই স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS