পল্লবীতে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পল্লবীতে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পল্লবী থানার বেগুনটিলা বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে শাহাজাদী (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগী তিন আত্মীয়কে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে দুটি টহল দলের সমন্বয়ে পল্লবীর বেগুনটিলা বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে শাহাজাদী ও তার সহযোগী তিন আত্মীয় বেলি (৩২), মো. ইসলাম (৩৫) ও রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানার যৌথ উদ্যোগে কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে শাহাজাদীর বাসা থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, শাহাজাদী দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান পরিচালিত হয়েছে।তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ব্যবসা ও অবৈধ অর্থ লেনদেনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS