নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তির অপচেষ্টা চলছে: মির্জা আব্বাস

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তির অপচেষ্টা চলছে: মির্জা আব্বাস

দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা।

তিনি বলেন, “জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা।”

বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।”

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকাতেই নির্বাচন হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় শুধু লাইক ও শেয়ার দিয়ে থেমে না থেকে লিখে এবং যুক্তি দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

ঢাকা-৮ আসনের প্রতিপক্ষ জোটের এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি একজন অপরিপক্ক লোক, এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে আল্লাহই জানেন!”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS