News Headline :
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থী পান্নার বিশেষ সম্মান লাভ হাসিনা ভারতে কতদিন থাকবেন সিদ্ধান্ত তার: জয়শঙ্কর তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন ‘বিশৃঙ্খলার’ শঙ্কায় ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ‘না’ বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা নির্বাচনের তফসিল চূড়ান্তে ‘কমিশন বৈঠক’ কাল মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন শীতে বাড়ে খুশকি, জেনে নিন দূর করার উপায়
প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি

প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি

ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি বিয়ে করেছেন। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।তবে এবার প্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি।  

ছবিতে দেখা যাচ্ছে জোভানকে জড়িয়ে ধরে আছেন তার স্ত্রী। মুচকি হাসিতে পোজ দিতে দেখা যায় তাদের। দুজনের পরনে ছিল গোলাপি রঙের ম্যাচিং ড্রেস। অভিনেতার পরনে শেরওয়ানি ও তার স্ত্রী পরেছিলেন লেহেঙ্গা। ছবিটি রোববার রাতে ফেসবুকে পোস্ট করেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জোভান ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প। ’ তবে সেই  ছবিতে কনের মুখ দেখা যাচ্ছিল না।  

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS