চীনে স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

চীনে স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

চীনের হেনান প্রদেশের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটির ডরমেটরিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

অগ্নিনির্বাপক দল প্রায় ৪০ মিনিট তৎপরতায় স্থানীয় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ১৩ জন নিহত এবং একজন আহতও হয়েছে। তবে নিহতের মধ্যে ছাত্রের সংখ্যা কত জন তা নিশ্চিত হওয়া যায়নি। খবর ডয়চেভেলে।  

অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক কর্মাচারী আটক করা হয়েছে।

চীনে ভবনে আগুনের ঘটনা এবং এর জেরে প্রাণহানি প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গত বছরের শেষের দিকে দেশটির শ্যাংজি প্রদেশের একটি  কয়লা কোম্পানির হেড অফিসে আগুন লেগে ২৬ নিহত হয় এর আগে একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জন নিহত হয়। উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

দেশটিতে ভবনগুলোর নিরাপত্তা ঘাটতি প্রায় সময় আলোচিত হয়ে আসছে কিন্তু তার পরেও আগুনের ঘটনা ঘটেই চলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS