বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ

বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ

মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে।  

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়।

তবে শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত নগরের বেশিরভাগ এলাকায় গ্যাস আসেনি। সদরঘাট সহ কিছু এলাকায় সামান্য গ্যাস পাওয়ার খবর পাওয়া গেছে।তবে বিকেল নাগাদ নগরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. আমিনুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতেই গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। শনিবার বিকেলের মধ্যে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছি।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় চট্টগ্রামে। এতে রাতে বিষয়টি অনেকেই টের না পেলেও সকাল থেকে দুর্ভোগে পড়েন নগরবাসী।  শনিবারও খাবার কিনতে বিভিন্ন এলাকার হোটেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় নগরের রাস্তায় সিএনজি চালিত যানবাহন চলাচল কমে গেছে। এ অজুহাতে নগরের গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS