জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব: মেনন

জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব: মেনন

জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব বলে জানিয়েছেন ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য বামপন্থিদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জনগণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কমরেড অমল সেনের জীবন থেকেই এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কমরেড অমল সেনের জীবনাদর্শ থেকেই তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীরা এই শিক্ষা নিলে দেশের বিদ্যমান বুর্জোয়া রাজনৈতিক বলয়ের বিপরীতে জনগণের বাম-বিকল্প গড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদি শক্তিদের সব চক্রান্ত মোকাবিলা করতে সব বাম-গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।  

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

সভার শুরুতে কমরেড অমল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, ঐক্য ন্যাপ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ অটোরিকশা হালকাযান শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS