সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনাকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার জোর দিয়ে বলেন, সুইস মাউন্টেন রিসোর্টে আলোচনা মস্কোর অংশগ্রহণ ছাড়া কিছুই অর্জন করবে না। আয়োজকরা জানান, আগের দিনের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠকে ৮৩টি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ১০ দফা শান্তি পরিকল্পনা দিয়েছেন। এর লক্ষ্য যুদ্ধ শেষ করা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। জেলেনস্কি রাশিয়ার সৈন্য তুলে নিতে এবং ইউক্রেনের সীমান্ত ফেরত দেওয়া আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি যুদ্ধাপরাধে রাশিয়ার দায় খুঁজছেন।
রোববার ১০ দফা প্রস্তাবনা নিয়ে ডব্লিউইএফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে আলোচনা হয়। জেলেনস্কির পরিকল্পনা এর আগে তিনটি জমায়েতে আলোচনা হয়েছে।
বেশি সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিকে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়েরমাক ভালো ইঙ্গিত বলে আখ্যা দিয়েছেন।
রোববার উপস্থিত থাকা প্রায় অর্ধেক প্রতিনিধি ইউরোপের। এশিয়ার ১৮ ও আফ্রিকার ১২ প্রতিনিধি ছিলেন উপস্থিত ছিলেন।