কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘চাকমারকুল ক্যাম্পে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি আমির হোসেন জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভায়। কিন্তু এর মধ্যেই অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।’
২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা হামিদুল হক জানান, ‘হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’
ক্যাম্পের আরেক বাসিন্দা মো. আলম জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে।
জানতে চাইলে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’