ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে ঈদ কেনাকাটায় রাজধানীবাসীর আস্থার জায়গা বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল থেকেই তিল ধারণের ঠাঁই ছিল না দেশের বৃহৎ শপিং মলে। এবার বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি নির্দিষ্ট আইটেমের ব্যাপক চাহিদা বেড়েছে।
সরেজমিন দেখা যায়, ঈদ শপিংয়ে আসা ক্রেতাদের ভিড়ে বসুন্ধরা শপিং মলের গেটে লম্বা লাইনের সৃষ্টি হয়েছে। চলন্ত সিঁড়িগুলোতে উঠতে গেলেও মানুষের ঠেলাঠেলি। আটতলা মার্কেটের প্রতি তলাতেই লোকারণ্য। সবাই ছুটছেন সেরাটা লুফে নেওয়ার প্রতিযোগিতায়। সবচেয়ে বেশি ভিড় নারীদের পণ্যের দোকানগুলোতে। এবারের ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে নায়রা ড্রেস, সারারা, গারার ও গাউন। বসুন্ধরা শপিং মলে পুরান ঢাকা থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন ইফতি রাফিয়া। জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের ঈদে একটি পোশাক এসেছে, নাম নায়রা। দামও হাতের নাগালে। পোশাকটিও বেশ সুন্দর।’ বিক্রির বিষয়ে আনিসা ফ্যাশনের মো. সুজন বলেন, গত ঈদের এ সময়ের কেনাবেচার চেয়ে এবার অনেক বেড়েছে। কিছু পোশাক ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তিনি জানান, আমাদের এখানে গাউন ওয়েস্টার্ন আইটেম, চায়না গাউন, লেডিস প্যান্ট, টপস, স্কার্ফ, বেবি গাউন বেশি বিক্রি হচ্ছে। বাচ্চাদের গাউন ৬ হাজার থেকে ১০ হাজার ও বড়দের গাউন ৭ হাজার থেকে ১৪ হাজার টাকা বিক্রি হচ্ছে। সারারা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ২৫ হাজার টাকায়। লা রিভের সেলস অ্যাসোসিয়েট হাসিবুল ইসলাম অনিক বলেন, আমাদের প্রিমিয়াম কালেকশন নার্গিসাস। এটা ওয়ান পিস ও থ্রিপিস হয়ে থাকে। এতে ন্যাচারাল ডিজাইন ও কারচুপির কাজ রয়েছে। এ ছাড়া অন্য পোশাক হলো টিউনিক কামিজ ও নায়রা কার্ড ওয়ান পিস। আমাদের নার্গিসাস ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। টিউনিক ২ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকা ও টপস ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্লাজু ও ডেনিমের প্যান্ট রয়েছে। স্বামী-সন্তানদের নিয়ে শপিং করতে আসেন ফেরদৌসী রহমান। তিনি বলেন, ভালো পোশাক পেতে হলে ভালো মার্কেটেই আসতে হবে। এবার শেষ দিকে এসে দেখা যায় বিভিন্ন ধরনের ভালো পোশাক স্টক আউট হয়ে গেছে। সোলমেটের বিক্রেতা ইফাত মাহমুদ বলেন, এবার পোশাক বিক্রির ৮০ শতাংশই বিক্রি হয়েছে নায়রা ড্রেস। এ ড্রেস ৭ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এটি এখন স্টক আউট হয়ে গেছে। এই ড্রেসের এবার ব্যাপক চাহিদা রয়েছে। এরপর গাউন সারারা ও গারার বিক্রি হয়েছে। সারারা ৭ হাজার থেকে দাম শুরু হয়েছে।