৪ দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ও সম্রাট নারুহিতোর সঙ্গে। অংশ নেবেন ব্যবসায়ী সম্মেলনে। দুই দেশের মধ্য সই হওয়ার কথা রয়েছে বেশকটি সমঝোতা ও চুক্তি। 

রাজনীতি থেকে সমাজ, পররাষ্ট্র থেকে অর্থ, যে কোনো বিচারেই বাংলাদেশের আদি-অকৃত্রিম বন্ধু জাপান। যে সম্পর্কটা ৫ দশকেরও বেশি পুরনো। 

১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের সঙ্গে জাপানের যে কূটনৈতিক সম্পর্কের সূচনা তাই নতুন রূপ পায় পরের বছর পূর্ব এশিয়ার দেশটিতে বঙ্গবন্ধুর সফরে।
সম্পর্কের এ যাত্রাপথে প্রধানমন্ত্রী হিসেবে এ পর্যন্ত ৫ বার দেশটিতে সফর করেছেন শেখ হাসিনা। যার পরবর্তীটি আগামী ২৫ এপ্রিল।

চারদিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী ও সম্রাটের সঙ্গে। অংশ নেবেন ব্যবসায়ী সম্মেলনে। সই হতে পারে অন্তত সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক।

জাপানে বাংলাদেমের এম্বাসেডর বলেন, আমরা আশা করছি সাত-আটটি বা তারও বেশি সমঝোতা চুক্তি হতে পারে। ঢাকা থেকে আমাদের দল আসলেও কিছু কাগজ আসবে। 

সফরে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে দিবেন নাগরিক সংবর্ধনা। প্রস্তুতি পর্বও প্রায় চূড়ান্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS