জাপানসহ তিন দেশে সফরের উদ্দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার সকাল পৌনে ৮টায় জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি। তার সঙ্গে বোন শেখ রেহানাসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবেন। তিনি জাপান থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর করবেন। আগামী ৯মে দেশে ফিরবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ সফরসূচী জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর সফল ও ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী। তিনি জানান, প্রধানমন্ত্রীর এ সফরে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে না। দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ঢাকা চেষ্টা করেনি বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র সফরে দেশটির সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-বিশ্বব্যাংকের পার্টশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ বিশ্বব্যাংকের জন্য আদর্শ দেশ। আমরা মূলত: বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যাচ্ছি। অন্য কোনো অনুষ্ঠানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেজন্য অন্য কোনো প্রচেষ্টা আমরা করিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কোনো চেষ্টা করিনি।