বান্ধবীকে খুনের ১১ বছর পর প্যারোলে মুক্ত পিস্টোরিয়াস

বান্ধবীকে খুনের ১১ বছর পর প্যারোলে মুক্ত পিস্টোরিয়াস

প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াস দক্ষিণ আফ্রিকার একটি জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের ১১ বছর পর প্যারোলে তার মুক্তি মিলল।খবর বিবিসির।  

কর্মকর্তারা নিশ্চিত করেন, ১৩ বছর পাঁচ মাস সাজার অর্ধেক ভোগ করে শুক্রবার সকালে পিস্টোরিয়াস নিজ বাড়িতে অবস্থান করছেন।   

স্টিনক্যাম্পের মা বলেন, তিনি সাবেক ক্রীড়াবিদকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে বলেছেন, তার নিজের পরিবার ‘আজীবন কারাদণ্ড ভোগ করছে’।

পিস্টোরিয়াসের বয়স এখন ৩৭। ২০১৩ সালে দরজা দিয়ে তিনি স্টিনক্যাম্পকে একাধিকবার গুলি করেন। তবে পরে বলেন, তাকে চোর ভেবে তিনি ভুল করেছেন।  

আপিল আদালত আগের রায় বাতিল করে দিলে পিস্টোরিয়াস শেষ পর্যন্ত ২০১৫ সালে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন।

দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী, অপরাধীরা মোট সাজার অর্ধেক পূরণ করার পরে প্যারোলের জন্য বিবেচিত হয়ে থাকেন।   

পিস্টোরিয়াসকে কঠিন শর্তের মধ্যে থাকতে হবে। ২০২৯ সালে সাজা শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি গণমাধ্যমে কথাও বলতে পারবেন না।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS