রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ও অধিকৃত পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে।খবর আল জাজিরার।  

রুশ কর্মকর্তারা বুধবার জানান, বেলগোরোদ এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়ান উপদ্বীপেও  ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। এরপরই রাতভর হামলা চালাল ইউক্রেন।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তারা বেলগোরোদে ইউক্রেনের ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আগের দিন ইউক্রেনের হামলায় একজনের প্রাণহানি ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।  

তিনি জানান, সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হচ্ছে।  

বেলগোরোদের উত্তরে কুরস্কেও ইউক্রেন হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। আঞ্চলিক গভর্নর রোমান স্টারভয়েট টেলিগ্রামে এ তথ্য জানান।  

এ ছাড়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর জানিয়েছেন সেভাস্তোপোলে মস্কো নিয়োজিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS