আওয়ামী লীগের মনোনিত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জন্য নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ফেরি পারাপার করেছে বরগুনার পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুর ২টার ফেরি আড়াইটার দিকে ঘাট ত্যাগ করে।
বরগুনা সওজ’র তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে দুপুর ২টায় আমতলী ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাবার কথা। ওই ফেরির যাত্রী হুমায়ুন কবির বলেন, বুধবার দুপুর ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণতা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যপার।
ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ জানান, ফোন করে আমাকে বলা হয়েছিল, এমপি সাহেব ঘাটে না যাওয়ার পর্যন্ত ফেরি না ছাড়তে। তার গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই। পলাশ বলেন, এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়।
এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মুঠোফোনে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি।