দিনাজপুর-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

দিনাজপুর-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে।তবে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পাটির (জাপা) মনোনীত প্রার্থী মাহবুব আলম। সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি ঘোষণা দিয়েছেন লাঙ্গল মার্কার এই প্রার্থী।  

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাপার দলীয় কার্যালয়ে মাহবুব আলম এ ঘোষণা দেন।  

ঘোষণায় তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ নিয়ে তার সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাপার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র মিলে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS