ঈদের আগের দিন বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন নওশিন। এদিকে ঈদের পর দিন সেই বন্ধু রাহাত হোসেন আসিফের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, বান্ধবীর মৃত্যু সইতে না পেরে রাহাত আত্মহত্যা করেছেন।
২৩ এপ্রিল, রোববার সকালে খিলগাঁও দক্ষিণ গোড়ানের বাসা থেকে রাহাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ সাহা বলেন, ঈদের আগের দিন রাহাতের মোটরসাইকেলে চড়ে ঈদের শপিং করতে যাচ্ছিলেন নওশিন। মতিঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন নওশিন। আর আজ গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বান্ধবীর চলে যাওয়া মেনে নিতে পারেনি রাহাত। তাই আত্মহত্যা করেছেন।
তবে রাহাতের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি সুদীপ সাহা। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।
রাহাত হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. আমির হোসেন, মা শাহিনুর বেগম।
পরিবার থেকে জানা গেছে, ২১ এপ্রিল ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে নওশিন মারা যায়। এ সময় রাহাতও আহত হয়। পরে তাকে ঢামেকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়।