সৌদি আরব মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘মাদেন’ বৃহস্পতিবার বলেছে, তারা একাধিক সোনার খনি আবিষ্কার করেছে, যা এ এলাকায় সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
ওই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, মানসুরা ও মাসারাহর ঠিক দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার খনি খুঁজে পেয়েছে। ২০২২ সালে তারা মনসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার প্রশস্ত উপত্যকায় সোনার খনির প্রত্যাশায় অনুসন্ধান খনন শুরু করেছিল। অবশেষে তাদের অনুসন্ধান সফলতার মুখ দেখেছে।
এ অঞ্চলের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা যাচাই করে দেখা গেছে উচ্চ ঘনত্বের সোনার খনি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। দুটি নমুনা পাওয়া গেছে, একটিতে প্রতি টন খনিজে ১০.৪ গ্রাম, অন্যটিতে ২০.৬ গ্রাম সোনা পাওয়া গেছে।
এ নতুন সোনার খনি খুঁজে পাওয়ার পর মাদেন ঘোষণা করেছে, তারা ২০২৪ সালে এ এলাকায় ব্যাপক খনন কাজ পরিচালনা করবে।
কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে বলেছিলেন, তার কোম্পানি সোনা এবং ফসফেট উৎপাদনের লক্ষ্য দ্বিগুণ করেছে।
মাদেনের বিবৃতি অনুসারে, ২০২৩ সালে মানসুরা মাসারেহ থেকে প্রায় ৭ মিলিয়ন আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজি সোনা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
মাদেন হলো সৌদি আরব সরকারের মালিকানাধীন একটি খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান।
সূত্র:সৌদি গেজেট