দেশের বিভিন্ন রেস্টুরেন্টে চকলেট দিয়ে তৈরি নানা ধরনের পানীয় পাওয়া যায়। পরিচিত পানীয়র মধ্যে একটি হট চকলেট।শীতের দিনে এ পানীয়ের চাহিদা বেড়ে যায় অনেক।
হট চকলেট পান করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তবে, অনেকেই এটি পছন্দের তালিকায় রাখতে চান না মুটিয়ে যাবেন বলে। তবে, হট চকলেটের উপকারও আছে অনেক। সেটি কি চলুন জেনে নিই…
হট চকলেটে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। প্রতিনিয়ত পান করায় মন ফুরফুরে হয়। এ পানীয়তে আছে এনডরফিন হরমোন, যা ক্ষরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
হট চকোলেটের মধ্যে থাকা দুধ ক্যালসিয়ামের উৎস। এতে হাড় ভালো রাখে। চকলেটের থাকা একাধিক খনিজ ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।
চকলেটে থাকা ক্যাফেইন, অ্যান্টিঅক্সিড্যান্ট মন চনমনে করে তোলে সহজেই।