ইডকলে চাকরির আবেদন শেষ ২৩ এপ্রিল,  সর্বোচ্চ বেতন পৌনে দুই লাখের বেশি

ইডকলে চাকরির আবেদন শেষ ২৩ এপ্রিল,  সর্বোচ্চ বেতন পৌনে দুই লাখের বেশি

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে পাঁচজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট/ভাইস প্রেসিডেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স (ইউনিট হেড)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ–৩.০০ থাকতে হবে। ডেভেলপিং বিজনেস স্ট্র্যাটেজিস, ফিন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস ও রিলেশনশিপ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এসএভিপি পদে অন্তত ৯ বছর বা ভিপি পদে ১১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে মাসিক বেতন ১,৬২,৮৩২ টাকা ও ভাইস প্রেসিডেন্ট পদে মাসিক বেতন ১,৮৬,০৯৩ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট/ভাইস প্রেসিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইফিশিয়েন্সি ফাইন্যান্স (ইউনিট হেড)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ–৩.০০ থাকতে হবে। ডেভেলপিং বিজনেস স্ট্র্যাটেজিস, ফিন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস ও রিলেশনশিপ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এসএভিপি পদে অন্তত ৯ বছর বা ভিপি পদে ১১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে মাসিক বেতন ১,৬২,৮৩২ টাকা ও ভাইস প্রেসিডেন্ট পদে মাসিক বেতন ১,৮৬,০৯৩ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: ম্যানেজার (ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ/এমবিএ ডিগ্রি অথবা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ–৩.০০ থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,১৬,৩০৮ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৪. পদের নাম: ম্যানেজার ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ/এমবিএ ডিগ্রি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ–৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,১৬,৩০৮ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS