শাহজাহান ওমরের প্রার্থিতার বিরুদ্ধে রিট খারিজ

শাহজাহান ওমরের প্রার্থিতার বিরুদ্ধে রিট খারিজ

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।রিটটি করেছিলেন এক ভোটার।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি।  

পরে তাহমিনা পলি জানান,  তিনটি গ্রাউন্ডে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। যিনি রিটটি দায়ের করেছেন এখানে তার লোকাস স্টান্ডি (এখতিয়ার) নেই।

এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার আবেদন না মন্জুর শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপর ২৯ নভেম্বর দুপুরে জামিন পান শাহজাহান ওমর। জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নও পান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার ৩০ নভেম্বর জানিয়েছিলো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS