সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনার মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।
সমাবেশে সূচনা বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্। মুক্তির দাবিতে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন একুশে পদকে ভূষিত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট, জোটের দপ্তর সম্পাদক আবৃত্তিশিল্পী শিরিন ইসলাম এবং নির্বাহী সদস্য সংস্কৃতিজন সঙ্গীতা ইমাম ও নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী অনন্যা লাবনী পুতুল।
নিজ কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় গ্রেপ্তার রেজীনা ওয়ালী লীনার দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হোক।