বাংলাদেশ-ভারতসহ ১২ দেশের নাগরিককে সুদানের সংঘর্ষ থেকে নিজেদের দেশের নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে সৌদি আরব। দেশটি নিজেদের নাগরিকের পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে আনার বিষয়ে জানায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ও ভারত ছাড়াও যে সকল দেশের নাগরিকদের সৌদি আরব নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে সেই দেশগুলো হলো- কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তিউনেশিয়া, পাকিস্তান, বুলগেরিয়া, ফিলিপাইন, কানাডা এবং বুর্কিনা ফাসো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশার নির্দেশে সুদান থেকে নিরাপদে দেশটিতে পৌঁছে গেছেন ৯১ জন সৌদি নাগরিক। এ ছাড়াও বন্ধু রাষ্ট্রগুলো থেকে (১২টি দেশ) ৬৬ জন নাগরিককে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।
সৌদি আরব থেকে এই রাষ্ট্রগুলোর নাগরিকদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরার জন্য সকল ব্যবস্থা সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় করবে বলেও জানানো হয়।