গাজায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৪১ জনের

গাজায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৪১ জনের

গাজায় হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ২৪১ জনের প্রাণ গেছে। খবর বিবিসি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একই ২৪ ঘণ্টায় ৩৮২ জনের আহত হওয়ার খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধে এ পর্যন্ত ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় অন্তত এক হাজার ২০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল থেকে হামাস ২৪০ জনকে গাজায় নিয়ে জিম্মি করে, পরে তাদের অধিকাংশকেই মুক্ত করে দেয়।

ইসরায়েল বলেছে, মধ্য গাজায় আসন্ন স্থল অভিযানের খবরের মধ্যে মঙ্গলবার তাদের বাহিনী শতাধিক স্থানে হামলা চালিয়েছে।

বুধবার ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সীমান্তজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। আর অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS